উদাসীন পালে হাওয়া লাগিয়ে,
কত সহজেই ছিঁড়ে ফেলে--
মনের ঝালরে স্থাপিত স্বপ্নের দানী।


পূর্ণিমার চাঁদ ডুবে যায়--
নিরাশা নিয়ে ,হলুদ পতাকার গায়--
ভাবলেশহীন রহস্যময় শূন্যতা ছড়িয়ে।


অথচ এই আলাপ-চারিতা আজ নয়--
কালান্তের হাত ধরে চলছে যুগ যুগ ধরে,
মায়াময় রূপ রস মেখে, গভীর আবেশে।


ভাবনার দোলাতে কি তাহলে ভুল!
না মানুষ চেনায়?
জানা-অজানার মাঝে নিশীথ সূর্য রাত জাগায়।


প্রেমময় হৃদয়ে ধর্মের কথা ,সতত স্বাধীন--
তা বলে ভুলে যাওয়া, সহজ কথা কি?
আমরা যে মানুষ, নয় অর্বাচীন।


অনুরোধ মনে করো বা উপদেশ--
হৃদয় আগল খুলে দাঁড়াও, অন্ততঃ একবার--
প্রেম-প্রীতি হলো এ জীবনের সবচেয়ে বড় উপহার।
-----------------------------------------
১০/৫/১৯