পাঁজর জুড়ে যে ক্ষত জ্বলছে তা সরিয়ে দিয়ে স্মৃতির জানালা খুলে তুমি যখন  বলেছিলে
এটা কি আমাকে বললে?
তোমার যদি কোন অসুবিধা না থাকে
দূতাবাস পাঠিয়ে দিয়ো।


এক মুহুর্তে ম্যানগ্রোভ অরণ্য সরে গেল আষ্টেপৃষ্ঠে জড়ানো বাঁধন খুলে
একমুঠো মিঠে রোদ লাগলো গায়ে
দুটি শালিক উড়ে এলো খোলা জানালায়।


ভেবেছিলাম খসে পড়া তারাগুলি আবার জ্বালবে মায়ার বাতি
চাঁদের কলঙ্ক দাগ যাবে মুছে  
পাখিদের মতো তুমি মেলে দেবে ডানা
গাইবে সেই অনেক চেনা সুরে"প্রেম একবার এসেছিলো নীরবে"


ভেবেছিলাম পুজোর থালা সঙ্গে নিয়ে ডাকবে কাছেতে আমায়
চুপি চুপি কানে কানে বলবে আমাকে "যা গেছে তা যাক"
এই তো আবার এলাম ফিরে
বয়ে যাবে স্রোত হৃদয়ের নিভাঁজ তীরে
ভাঙ্গা নীড় জোড়া হবে নতুন ভাবে
কাটিয়ে দেবো জীবনের বাকিটা সময় এমনি করে।


কিন্তু কোথায় উপোষী সেই ঢেউয়ের দোলা?
দগ্ধ নিশিপদ্মের মতো মিলিয়ে গেলো মরু সাহারায়
ছোপধরা দাগ ক্যান্সার রোগ নীরবে নিভৃতে  কাঁদে।
জীবন আজও খোঁজে স্কুল থেকে ফেরা সেই মেয়েটিকে।
---------------------------------------------
৩/৪/২০২০-অবুজ মন