এখনো কি পাহাড় হাসছে?
এখনো কি জঙ্গল হাসছে?
ঐ যে দেহটা ঝুলছে ওটা কার?
ওটা কি তোমার নয়?আমারো কি নয়?
ভেবে দেখুন এখনো সময় আছে
চোখ খুলে দেখুন মানুষ কি হাসছে?
ফাঁসের দড়ি টাঙানো দিকে দিকে
আত্মহত্যার তথ্যও তৈরি আছে।


লন্ডন প্রস্তুত,সুইজারল্যান্ডও ঝলমলে
কেবলই রাস্তাঘাট ডোবা হয়-
ব্যাঙের নোনতা জলে
সব কাজ শেষ,কিছু বাকি নেই আর
তবুও বলছি কেন করো এতো আবদার?
খালি নেগেটিভিটি,পজিটিভ চিন্তাও দরকার।

কতো শিল্প,চপ ঝালমুড়ি ফুচকা----
এরপরেও সেই চোখ পড়ে আছে টাটায়!
ভেবে দেখেছো কি সবেতেই সেরা?
দিন দিন 'শ্রী'এর শ্রীবৃদ্ধি,নানান ঘনঘটা
এর পরেও কি নিন্দে মন্দ মানায়?
দাঁড়া এবার তোদের বোঝাতে হবে-
কেমনে হলি তোরা বাপের বেটা?
শুধু এ যাত্রায় বেচেঁ যদি যাই,বিষ্ণু মাতা
একেবারে কয়েকশো বলিদেবো জোড়া পাঁঠা
সবাই মিলে এবার বলতো দেখি জয় মানুষের জয়।
--------------------------------------------
০১/১১/২০২০--অবুঝ মন-