সামান্য সুযোগ
এরই মধ্যে খুঁজে নিতে হয় ঝর্নার জল
মেঘমুক্ত শরতের উজলা আভা
মৌসুম ঋতু ভরা পাহাড়ী হ্রদ
বসন্তের রঙিন পলাশ কিংবা পাহাড়ী গুরস।


মোটের উপর কোনটাই একেবারে ফেলনা না
এর ঠিক অদূরে দাঁড়িয়ে গভীর মৃত্যু উপত্যকা
বলা যেতে পারে করাল কফিনের সহস্র স্রোত।


শুধু এটুকুই থরথর ভীষণ কাঁপন
ক'জন বা পারে অনুভবের আলতো সোহাগে--
নিয়ম ভেঙে অজস্র সঙ্গম কুড়িয়ে নিতে?
-------------------------------------------
-২৮/৫/২০২২-অবুঝ মন-