নীল দিগন্তে বিস্তৃত মেঘমালায়
নেমে এসেছে ঘনিয়ে আঁধার
মেঘ মল্লারে বজ্র নিনাদ
বসন্ত-পলাশ ঝরে ঝরে পড়ে চারিধার।


শনশন হাওয়া বয়ে চলে
বিপদের ঢেউ তুলে
শান্ত প্রকৃতির পরে
অকাল বসন্তের কলহিল্লোলে।


থেমে গেছে তপ্ত দাবানল
শীতের চাদরে মুড়ে
ভেঙে পড়ে বড় বড় তরু শাখা
প্রবল -প্রতাপ ঘূর্ণিঝড়ে।


এরই সাথে সাথে ঘন বরিষন
ঝর ঝর করে ঝরে পড়ে
প্রমাদ গুনে জনমানবের দল
কাঁসর ঘন্টা বাজায় ঘরে ঘরে।


বিষন্ন মনে পক্ষীর দল
চুপচাপ জেগে রয়
যে কোন সময় নিরাশ্রয় হবার, রয়েছে হাতছানি
বাসা ভেঙে পড়ার-ই ভয়।


এ যেন এক ভয়ানক দানবের খেলা
সৃষ্টি জগতের- ই মাঝখানে
কেড়ে নিতে চায় সব কিছু
বসন্তের অকালবোধনে, কালবৈশাখীর আগমনে।
-------------------------------------------