বাড়ি ছাড়ার আওয়াজ শুনে
খুশির দোলায় মন মনিয়ে
বলল সে যে আর এসোনা!
বলতাম যাকে খেয়ে নাওনা
সোনামনি লক্ষী সোনা।


আশার আলোয় একদিন যাকে
ঘুম পাড়িয়ে মনের সুখে
জড়িয়ে নিয়ে রাখতাম বুকে।


এইতো এখন কালের ধারা
অকাল বোধন মনের খরা
সুখ চন্দন দিশেহারা
মায়ার প্রদীপ অবাক তারা!
-----------------------------------------
১৭/৩/২০২০-অবুঝ মন-