জীবনের চরম স্বপ্নের দিনের আগমন
মনের কোনায় থাকে চির অমলিন রূপে
এমন একটি দিনের ছবি বার্তাতে ভেসে ওঠে
সুজন সাথীর ,আলাপ চারিতার মাধ্যমে।


সিন্ধু সেঁচে মুক্তা আনার মতো করে
ভাবনার সাগরে ডুব দিয়ে পেলাম উপহার
না, কোন গহনা নয়, দামি আসবাবপত্র ও নয়
কয়েকটি বাংলা বর্ণের মিলীত কাব্যরসের ছন্দ।


গরিবের শেষ কানাকড়ি সম্বল ভেবে
জনগণের দরবারে পৌঁছে দিলাম অযাচিত ভাবে
আনন্দ প্রদানের উপাদেয় সামগ্রী মনে করে
বিনিময়ে একরাশ অভিমান তীরের ফলার মত এলো ধেয়ে।


শরশয্যায় শায়িত হলো হৃদয় ও মন
অপ্রত্যাশিত কঠিন বাক্যের গোলাবর্ষণে
অবশেষে আরোপিত শর্ত, নেমে এলো জীবনে
বাস্তবের আঙিনায়-ভাবনাকে বুকে চেপে রেখে নীরবে।
---------------------------------------------
24/1/19