অনুকূল স্রোতস্বিনীর গড্ডালিকা প্রবাহের
প্রলোভনে ভন ভন করে ধেয়ে চলেছে,
জড়াতে নিজেদেরকে--লোভের মায়াজালে
একটু দয়া -সান্নিধ্য  পাওয়ার জন্য।
কেবলই লক্ষ্য ক্ষমতা ফেরানো
আর চেয়ার বদল নিজ নিজ স্বার্থের কারণে।
প্রয়োজনে আপন জনদের ছুঁড়ে ফেলে দূরে
ক্ষমতা জাহিরের আড়ালে।
বচনে  মধুর বুলি লোকচক্ষুর সামনে
পরোক্ষে দেশের সেবা লুটায় মোটা পকেটের ভিতরে
দিনে-রাতে হায়নার মত এরা খুঁজে বেড়ায়
কোন খাত থেকে কত আসবে স্বল্প পরিসরে।
কালান্তরের ঘূর্ণিপাকে সাধারণ শ্রেণী
আশা নিয়ে ছোটে এদের পিছু পিছু
বিনিময়ে উলু খাগড়ার মত জায় পিশে পদতলে
আর হতাশ হৃদয় গুলির ,লাল রক্ত ঝরে ঝরে পড়ে অঝোরে।
---------------------------------------