খেয়ালী মেঘের স্রোত বইছে
বিলাসী বাগিচার ভাবনা দোলায়
বাঁধা পেলেই পড়ছে ঝরে বৃষ্টি
অকাল অজুহাতের বেদনা পাতায়।


একি কালের নির্মম ধারা---
নাকি বয়সন্ধির বিষাক্ত চল?
ধমকানো বাঁশি বাজলে জোরে--
সীমান্তে আসে নেমে মলীন সকাল।


বুক আগলানো প্রেম প্রীতি, ভালোবাসা
নীথর হয়ে পড়ে পাথরের মতো---
মন্দবাসা উন্মত্ত তরঙ্গ ঢেউয়ে-শুষ্ক শহরের বুকে-
বিষন্নতার কালো পাহাড় জাগিয়ে তোলে।
----------------------------------------
২৯/৮/১৯