**।।কান খুলে শোনো।।**
---------------------------------------
কাপড় যেখানেই থাক
গালভরা সংলাপ
মিষ্টি পানের বরজ চিরকাল অম্লান।


চলছে মজার খেল
ছড়িয়ে এসিবেল
কে বলবে দড়ি ধরে মারো টান?


ঐ তো আবার তালি
ভাঁড়ার করবে খালি
শাসকের লাল রাঙা চোখে!


এরাই সমাজ সেবক
বিজ্ঞাপনের জয় ঢাক
আবারো বাজবে মধুর চমকে!


চুপ চাপ সহে যাও
কেনো করো ম্যাও ম্যাও?
বলোতো কতো কিছু করেছি তোমাদের জন্য?
-----------------------------------
১৪/১/২০২১-
-----------------------------------
***।।এটাই বিধান।।***
-----------------------------------
পর্দা দিয়ে যায় কি ঢাকা
সময়েরই ঘুরচে চাকা
নিজেই নিজের ঢাক পেটালে
গর্ব সকল ভাসবে জলে।


পদের মাথায় থাকতে গেলে
কর্ম গুনে সুফল মেলে
উল্টো পাল্টা বেফাঁস কথা
জনগণের বাড়ায় ব্যথা।


ভাবলে পরে বাপের টাকা
তলে তলে হবেই ফাঁকা
আর কতদিন করবে চুরি?
জনগণই মারবে ছুরি।
-------------------------------------
২০/১/২০২১-অবুঝ মন-