কাঁচের জগৎ
    
ফুরিয়ে যাইনি ভেবে ফোন করে ছিলাম
দেখি দোয়েলের মতো ডানা মেলে দিলো
ঠিক আগে যা ছিলো।
ধরতে পারেন পেলাম উপহার,কিছুটা সময়
তা সে পথের বাঁকও বলতে পারো
কিংবা বিস্তৃত ময়দান,কাজল দিঘির পাড়।
প্রেমের তান্ডব কি না জানি না?
তবে কিছুটা কু-ঝিকঝিক,নাইলন পথ
তিরতির করে খুলে গেলো দ্বার
নিসপিসে হাত,খানিকটা যৌনতা ছিলো বলা যায়।
ঠিক সেই সময় সাইবার গিরিখাত উঠলো ভেসে
একটু একটু করে এগিয়ে এলো কিছু ওজোন স্তর
গর্জে উঠলো বাত পতাকা নড়েচড়ে বসলো মড়ার বাতাস!
স্তব্ধ আলোর জ্যোতি,চোখের নেশায় নামলো ঘন অন্ধকার
সেই থেকে--সেই যে কাকাতুয়া ভুলে গেলো গান
জেগে উঠলো ঘোমটার আড়ালে--
আকাশ সমান খেমটার ধ্রুপদী নাচন
খুলে গেলো অচেনা অদেখা এক আশ্চর্য কাঁচের জগৎ!
---------------------------------------
২০/১২/২০২১-অবুঝ মন-