ইচ্ছার ঘূর্ণাবর্ত আজ কথা শুনবে না--
যেতে হবে চলে আগুনের মুখে,
পালানোর যো নেই ,তাও বা বলি কেমন করে?
চলছে যে এখানে গণতন্ত্রের জয়--
দায়িত্ব বলুন কিংবা কর্তব্য পালনের ডাক-
পূরণ করতে হবেই, স্বান্তনার প্রলেপে।


মেঘ যে বড়ই কঠিন- বোঝা বড় দায়
জানিনা কি আছে কপালে কেন জাগে ভয়?
আছড়ে পড়তে পারে সুনামি কিংবা বড় বড় ঢেউ-
পালাবি কোথায় তুই, এই আওয়াজ তুলে-আসবে নানান ফেউ,
সঙ্গে জুটতেও পারে তছনছ তাণ্ডব বা আরো কিছু--
দাঁড়িয়ে দেখতে হবে চোখের সম্মুখে-মুখ যে হবে নিচু।


তখনই উপরে আকাশ ভরে যাবে শূন্যতায়
জীবন বাঁচানো হতে পারে বড় অসহায়
আর মনের দিগন্তে বাসা বাঁধবে একরাশ ভয়
যদিও ভিতরে জমবে ক্ষোভের পাহাড়
তবুও সান্তনার প্রলেপ হাসি মুখে মেখে
ফিরতে হবে যেকোনো ভাবে নিজের ডেরায়।


আশার আলো বুকের মাঝে শুধু ফাটাফাটি
শান্তির নিশান উড়িয়ে করে ছোটাছুটি
থাকবে যে তাকিয়ে মায়ার বাঁধন--
অপেক্ষার পথে, মুখ চেয়ে।
----------------------------------
১৮/৫/১৯