।।কথার কথায় বেলা বয়ে যায়।।
--------------------------------------------
ওই তো ময়ূরী নাচে আজো রিমঝিম রিমঝিম ঘনঘোর বরষায়
কি জানি কেন যে বারে বারে কথার কথায় বেলা বয়ে যায়?
যে সুর বেঁধে ছিলো স্বপ্ন ছোঁয়ায়
সেই সুর উড়ে চলে মরু সাহারায়!
ওই তো ময়ূরী নাচে আজো রিমঝিম রিমঝিম ঘনঘোর বরষায়।


দোয়েলের গান শুনে কেন যে হলো মনে দুহাত বাড়ানো চাই?
কোথায় যে কী হলো?সমুদ্র শুকিয়ে গেলো আর কোনো কথা নাই!
ঐ যে সুর ভাসে খোলা জানালায় আজ নয়
পৌঁছে যাবো ঠিক কাল,চাঁদ ও উঠবে ভেসে চোখের তারায়
কেন যে অকারণে বারে বারে ঝাড়বাতি নিভে যায় ?
ওই তো ময়ূরী নাচে আজো রিমঝিম রিমঝিম ঘনঘোর বরষায়।
---------------------------------------------
           -১২/৭/২০২১-অবুঝ মন-