মনের ভিতর রাগের জ্বরে
দ্বিধা-দ্বন্দ্ব গুমরে মরে।
বোঝার পাতা মুখটি গুঁজে
প্রশ্ন দোলা শুধুই খোঁজে।।


ভাবনা গুলো ওলট-পালট
আসছে ধেয়ে ঝঞ্ঝা ঝাপট।
মার-কাটারি চলছে খেলা
বইছে নদী রক্ত ভেলা।।


মায়ার টান ধুলায় মেশে
মন জুয়ারি বাঁধছে কষে।
সহজ সরল উপায় গুলো
কঠিন সুতোর বাঁধন পেল।।


এই কি চলার ঠিক ঠিকানা--
সহজ করে ভাবতে মানা!
রাগ-রাগিনী সুরের দোলায়
হচ্ছে পর আপন জ্বালায়।।
-------------------------------------------
৩১/৮/১৯