দাবাড়ুর চাল না কি পাশা খেলা?
কখনো ধারালো ছোরা
আবার কখনো মিছরির তীব্র যানজট
এই আছি এই নেই বয়ে যায় বেলা!


আবারও নতুন অংক ভেসে এলো
আধ খাওয়া চাঁদের শহরে
বলিহারি বাহারি চমক
দূর হতে ছোঁয়াচে হিঁচকি ছুড়ে মারে !


ফলে যা হওয়ার তা
যোগফল নিট গোল্লা বিয়োগের পাল্লা ভার
সায়ের পাতায় চুমু দিয়ে মন কী বাত
কিছুটা জোড়া হলো ছেঁড়া তার।


ভুবন গড়ার দরবারে উপচানো জলসায়
কেউ কি জানলো এ কেমন ঝরা অন্তঃস্রোত?
বাঁচলো অবাক পৃথিবী ভাঙা-গড়া খেলায়
সীমান্তে রয়ে গেলো আজও অধরা ফাঁক ফোকর !
---------------------------------------------
২৮/৮/২০২০-অবুঝ মন-