--------------------------------------
ফের আবার ঠুকছো --
কথাটা বলে দায়ভার হয়তো,
এড়ানো যায় অতি সহজেই।


প্রত্যাশা তো মৃত প্রায় হ্রদের
শ্যাওলা জলে ঘূমিয়ে ছিল
বৃষ্টির ছিটা দিল কে?


এরপর যদি মরুকে আন ডেকে
যন্ত্রনার বীনা বাজবে কিনা?
অভিমানের পাহাড় চূড়ে।


কষ্টের কথা প্রকাশ করা
হয়তো সমীচীন নয়--
পাপড়ি মেলা গোলাপের কাছে ।


বিদীর্ণ হয়ে থাক মাটি-
জানি কেউ বুঝবে না,
ঝরা রক্ত করবীর শাখাকে।
------------------------------------
২০/৩/১৯