কথা দেওয়া হয়েছে এমন মসনদে-পাশা খেলা হয় ঠিকই
এর মানে এই কি বুঝায় নীরব যুদ্ধে জয়ী হওয়া যায়?
মাঝে বিস্তৃত হয় অলব্ধ সীমানা
নিশুতি অন্ধকারে জোনাক বাতির কদর সেটাই বা কম কিসের।


হয়তো অস্থির উত্তেজনা,গোমর-গুমোট সাময়িক জয়
ভিতরে দহন,ঘন রক্তের প্লাবন-
ঝড়ের ঝঞ্ঝা দাপটে প্রাচীরের মাটি কি টলে যায় না?
তাই 'ও'কথা বলল না বলে বৃথা গুঞ্জন,অহং ভাবনার অস্থির আলিঙ্গন।


সমানে সমানে লড়াই হওয়াটাই স্বাভাবিক নয় কি?
তাতে লাভ কি মেলে?এ বিষয়ের আবশ্যকতা আছে বৈকি
দেহে দেহে রেষারেষি--ছিড়ছাড় হতেই পারে
সেথা প্রেম অধরাময় পরবাসী অম্ল ঢেকুর,মৃত বন্ধকি‌।


শাখায় পাখি এলো বলে ধরতেই হবে
এ ভাবনা কি সঠিক জীবনের আস্বাদন?
বাতাসে ভাসানো আবেগের খেলা ও পেতে পারে প্রেমিকের মন
আসলে যে সবটাই জীবাত্মার ধরন,ক্ষমাই পরম ধর্ম।
---------------------------------------------
১২/৬/২০২০-অবুঝ মন-