কেউ বা বলে দেখতে এসো হাসপাতালের দ্বারে
সময় কালে মারণ বাণের তীরটি ছুঁড়ে মারে
কেউ বা আবার ব্যস্ত কাজে সবকিছু যায় ভুলে
তৃতীয় হাতের আলগা ছোঁয়ায় পাতাটি রাখে খুলে
কেউ বা আবার রান্না ঘরে ব্যস্ত নাগর দোলায়
হঠাৎ হঠাৎ ঝড়ের বেগে ঠোঁট দুটি সে ফোলায়
কেউ বা আবার মারবে বলে জ্বালিয়ে আলোর বাতি
বন্ধুত্বের প্রদীপ শিখায় করছে মাতামাতি
কেউ বা আবার মানব সেবায় করেছে যে পণ
কথা বলার সময় কোথায় সংসারেতে টান
কেউ বা আবার আপন ঘরে হয়ে গেছে বন্দি
ছেলে-মেয়ের ফরমাইশে করছে কেবল সন্ধি
প্রথম তিনের ঝাড়বাতিটা আলো-আঁধার খেলা
শেষ তিনের ঝাড়বাতিটা জীবনপুরের মেলা
আসল কথা সবাই এরা সঙ্গি সাথীর দল
কালের স্রোতে কাজের ভিড়ে করছে টলমল
এই তো এখন চলছে সময় স্মৃতির বালুচর
সবাই সবার নিজের মতোন সাজায় স্বামীর ঘর।
---------------------------------------------
৮/৭/২০২০-অবুঝ মন-