**।।কবর থেকে বলছি।।**
------------------------------------------
ঐ তো জনতার ভিড়ে পৈশাচিক উল্লাস
এখনো খেলছে ক্ষমতার তাস!
ফুলের এ কি বাহার?
শেষ পর্যন্ত লুটে নিতে হলো রক্তের স্বাদ!
কী অপূর্ব মহিমা তার!
যেন সবকিছু জনতার দায়ভার
বলতে পারেন কেনো বা আমরা হলাম কবরের লাশ?
--------------------------------------------
**।।আমি তোমারই মেয়ে।।**
--------------------------------------------
যত ভাবি সময়ের সাথে বদলে যাবে কাল
তত দেখি নিয়মের ধারাপাতে জমে ওঠে জঞ্জাল
স্নেহের বাগান জুড়ে আজ এ কী ছায়া নেমে এলো!
জনক হওয়ার সুবাদে কি মেঘগর্জন সইতে বলো?
নয়নের চেয়ে পিচুটির জোর বেশি হলে
জনম যে ডুবে যাবে একেবারে পাঁকের অতলে
তবু দেখি আশার আলো অগ্নিসম তেজে আসছে ধেয়ে
বলছে হেঁকে তাকিয়ে দেখো আমি তোমারই মেয়ে!
--------------------------------------------
১৩/৪/২০২১-অবুঝ মন-