।।খুব জানতে ইচ্ছে করে।।
সময়ের নাগপাশে বন্দি হলে
সামান্য কনাটুকুর মূল্য অনেক
অনেক কথা তো হলো
সব ঢেউ তীরের নাগাল কি পেলো?
এরপরে ও যদি অস্বস্তি বোধ বাসা বাঁধে মনে
তির্থের কাক এসে জুটবে জীবনে।
বরং এখনো সময় আছে
উজানে নাও বেয়ে একটু এগিয়ে আসার
সোনালী চাঁদ কখন--কি বলবে কে জানে?
সে বিষয় ভাবনার বা কী দরকার।
সত্যি কি এ দুনিয়ায় যা কিছু ঘটে--
সবকিছু হয়ে থাকে বুঝে ওঠার পর?
--------------------------------------------
           ।।ভেবে দেখো।।-(৪)
এই তো সেদিন তুমি বললে
সমুদ্রকে কাছে পাওয়া এতো সোজা নয়
মনে পড়ে?
সেদিন ও আকাশ,নদী, পাহাড়----
সবকিছু ছিলো ঝলমল
তুমি ও পাখিদের মতো গেয়ে যেতে গান
দিনে-রাতে যেকোনো সময়
এই যে চলাচল
ধেনো মদের সুর তান লয় সঙ্গে নিয়ে
তুমি কি জানতে না--
সামনে লক্ষণ গন্ডী রয়েছে টানা?
কি এমন হলো যে--
হঠাৎ কারফিউ জারি করে বুঝিয়ে দিলে জরুরী অবস্থান?
এই যে টানলে দাঁড়ি ভেবে দেখো
সবটাই একক স্বপ্নের দোষ ছিলো কি না?
-------------------------------------------
-২/৯/২০২১-অবুঝ মন-