একটু যদি ফেলতে ঝেড়ে
সকল প্রকার মনের দ্বন্দ্ব
পথের বাঁকে পথ হারিয়ে
হতে পারতে কি এতো অন্ধ?
অলীক স্বপ্নের কথা পেড়ে
করলে হঠাৎ জানালা বন্ধ!


একটু যদি সময় দিতে
কি আর হতো বলতে পারো?
না হয় একটু হালকা হতো
বুকের মোচড় অন্য কারো।
সমুদ্রের ঢেউয়ের নাচন
বলো কে না দেখতে চায়?
তাই বলে কি তীর ভাঙা ঢেউ
দূরে কোথাও সরে যায়?


জোনাক বাতির মতোন যদি
একটুখানি জ্বালতে আলো
হয়তো একটু মুছে যেতো
মরু সাহারার কাঁকর ধুলো।
------------------------------------------
শুভ সকাল-২৯/৮/২০২১-অবুঝ মন-