অক্সিজেনের ঘাটতি হলে মাথায় যাদের আগুন জ্বলে
তোষামোদি দোকান খুলে ভাঁড়ার ভরছে তলে তলে
বিদ্যা বুদ্ধির কী প্রয়োজন থাকলে পরে দামাল ছেলে
রবীন্দ্রনাথ নজরুল ইসলাম পূজ্য হবে ময়লা জলে!


প্রতিবাদের কন্ঠ রোদে এটাই হলো এখন বিধান
ফাঁসের জালে লটকে দিয়ে করতে চায় ওরা নিধন
রাত দুপুরে ঘেরাও করো সত্য বাদীর জেলে ভরো
এর চেয়ে সহজ সরল ফাঁসির দড়িতে লটকে মারো।


এমনি করে চলছে খেলা অনুতাপ আর কি হবে?
সবুজ সতেজ পাপড়ি গুলো সব যে এবার ঝরে যাবে
তাতে কি যায় আসে শাসক দলের ভেজাল তেলে?
রমরমা সব ব্যবসা গুলো উঠছে যে সব ফেঁপে ফুলে ।
---------------------------------------------
৩০/৮/২০২০-অবুঝ মন-