**কি হবে আর রাগকে পুষে?**
---------------------------------------------
বসন্ত এসেছে বলে
তাই কি তুমি জিগ্যাসিলে?
চোট আঘাতে ভুগছি কি না?


বলতে পারো কি লাভ মেলে-
ফাগুন রাঙা পলাশ ফুলে?
ঐ ঠিকানায় উড়তে মানা।


পথের বাঁকে যখন দেখা
ডুবে গেছে রথের চাকা!
কি হবে আর রাগকে পুষে?


মাঝ দরিয়ায় কষ্ট হলে
বর্ণমালার আলো জ্বেলে
ব্যথার সাগর নিই যে শুষে।
------------------------------------
২০/২/২০২১-অবুঝ মন-