সুখের ঠিকানা পেলে সে ছায়া কোমল তলে
খড়কুটো নাড়া ঝুড়ো কতকিছু ভেসে যায়
তেমনই আসন পেতে কৃষ্ণ বাঁশরি হাতে
ছিলো মোর সাথে সাথে বলো কি করি উপায়?


সে কথা বলার অপেক্ষা কি রাখে?
তোমার চুপ কথা ঘিরে
এ পাড়া কবেই নিয়েছে জেনে
এখন ক্লান্ত পথের বাঁকে অনন্ত বিশ্রামে।


ঐ শোনো ঝড়ের আওয়াজ,বলছে হেঁকে
আসলে আসতে পারো কাঁটাতার সীমানায়
এ কথা সত্য কিছু কথা এখনো যে,
এভাবেই বুঝে নিতে হয় রক্তিম উপেক্ষায়!


এখন কি হবে আর সাফাইয়ের রামধনু মেখে?
যা কিছু ঘটার ছিলো তা যে শায়িত হয়েছে ধূসর স্বপ্নালোকে।
-----------------------------------------
২২/৪/২০২১-অবুঝ মন-