চিতার থাবা না বিষাক্ত ছোবল
কোনটা ভীষণ দামি?
ঝুরঝুর করে ঝরছে কুঁড়ি
ধেয়ে আসছে অকাল সুনামী।
মাথা যে বিকায় জলের দরে
চতুর্থ স্তম্ভ নামক--------
কি যেন একটা আছে জনতার দরবারে?
শুনেছি ওরাও আজ হামাগুড়ি দিয়ে মরে!
পা আছে তো মাথা নেই,মাথা আছে তো দেহ নেই--
মাছ আছে তো জাল নেই,
এমন অদ্ভুতুড়ে আলংকারিক আনে নজরে!
কাটাকুটির এ হেন খেলায় দেহ কি থাকে শরীরে?
পৈশাচিক নগ্ন মোচ্ছব,উল্লাস নাচন ক্ষুদার্থ হাঙ্গরের
এর কি আছে সমাধান--কি হবে উপায়?
ভাবনা যে কুঁড়িতেই শুকিয়ে যায়
একমুঠো ভাত খেতে---
কিংবা দিতেও চাইলে পরে কালের সন্ধ্যা ঘনায়
পোড়া রুটিগুলো রেললাইনের ফিশপ্লেটে চাঁদকে টাটায়
আহা কি সুখের ধর্মনীতি--রাজনীতি মুখ্য সমাচার
আজও বুভুক্ষু গর্ভবতী পেটগুলো ছটফট করে মরে ক্ষুধার জ্বালায়!
--------------------------------------------
২০/৫/২০২০-অবুঝ মন-