সাগরের ঢেউ মেখে গায়ে
বসে থাকা পথ পানে চেয়ে!
জানো না কি তুমি তার?
অবুঝ বোঝার ভার
এ বিষয় জেনেছো তো সেই কবে!
বলতে পারো কি সুখ মেলে--
পাথরের বুকে নাম লিখে?
পথ অন্তহীন বলে সবকিছু ভাসিয়ে দিতে হবে
এ কথা বা বলেছে কে?
বাতাস যে আসে ধেয়ে আগুনকে দেখে
তা কি বাঁচিয়ে রাখতে পারে সৃষ্টিকে?
তাই কি হবে আর নির্জনে একাকি বসে থেকে?
-------------------------------------------
৬/২/২০২১-অবুঝ মন-