সেদিনের অনুরোধ ছিলো একটি বার
হতে পারে আসা কিংবা একটি বার চোখে দেখার
না,এ কোনো হিমসাগরের শীতের দেশের গল্প নয়
ফিরে দেখা সাঁতারের ঝিলমিল চোখের তারায়।


সামান্য বিরোধিতায় আবেগের তুফানী মেল,তীব্র ঝাঁঝালো ঝড়
না বলা কথার ঢেউ নিস্তব্ধ ঝাঁঝ,ঘুসঘুসে জ্বর
অতঃপর এখানেই শেষ হতে পারে মনে হয়?
কিভাবে হলো শুরু--কোথায় হলো শেষ?পথ যে হারায়।


সেই শুরু সাহারার অবাক নিশান উবে গেলো আগুনে সাধ!
নতুন যোগদান নামমাত্র--এর ঠিক পরপরই মন থেকে বাদ!
কি করে যে বদল হলো হৃদয় বসত বাটির গভীর জোয়ার?
আজ শুধু পড়ে আছে পুরোনো সেই দিন গুলির সুখ স্মৃতি ভার!
-------------------------------------------
১৯/৭/২০২১-অবুঝ মন-