কবে আর বুঝবে?
  ।।নরেশ বৈদ্য।।
---------------------------------------------
কোয়ারেন্টটাইন শব্দটিতে আছে কি কোনো ধাঁধা?
বিপদ থেকে মুক্তির উপায়
কিছুদিন নিজেকে আড়াল রাখা এই তো মন্ধা কথা
তাহলে সেখানে আছড়ে পড়ছে কেন -
হিংসার বাঁধ ভাঙা ঢল এতো বাঁধা?
অবাকের এ কি সীমা মানুষ বুঝবে আর কবে?
ইতালি,স্পেন,আমেরিকা সহ আরো কত দেশ-
তেমনই শব দেহ এরা কি দেখতে চাইছে এই ভাবে?
ভিড় বাড়িয়ে কি যে লাভ মেলে?
চোখ মেলে থাক না তাকিয়ে হোতা হ্যায় ক্যায়া আগে আগে
হায়রে মানুষ একি তোর রূপ সত্যি ভীষণই অবাক লাগে!
-------------------------------------
৪/৪/২০২০-অবুঝ মন-