।।কবিতার চারা আজও অম্লান।।
  কলমে: নরেশ বৈদ্য
--------------------------------------------
জ্বলে ওঠা সলতের নিভে যাওয়া দেখে-
থেমে গেছে কলিংবেলের সর
শেষ চুমুক জিইয়ে রাখার ভিড়ে
রুমালের চিৎকারে ভেসে ওঠে মধুযামিনীর উপহার।


স্মৃতির পানসি নাচে নৈঃশব্দ্যের সিগন্যাল
শিরদাঁড়া বেয়ে নেমে আসে কালো ধোঁয়া
ওরাও খোঁজে একটু অন্তরাল
নীরা আজ হয়েছে ভীষণ প্র্যাকটিক্যাল!

বৃষ্টি নাচছে অন্য শহরে
সত্যি এ এক গভীর দাপুটে ক্ষুধার্ত স্নান!
বুকের উপর দমবন্ধ বুলডোজারের ঝড়,চাঁদের পাহাড় জুড়ে ক্ষত
কবিতার চারাগুলো আজও অম্লান।
---------------------------------------------
            -১১/৯/২০২০-অবুঝ মন