সময়ের রূপটান-কেমন আছো?
জানতে চাওয়ার নিস্তরঙ্গ দোলায়--
ছিটে ফোঁটা বৃষ্টির আভাস শুনে কি চুপ করে বসে থাকা যায়?
আর পাঁচটা নাগরিক যেমন রোদের গল্প শোনায়
আমিও তার ব্যতিক্রম না
তা সে শরীর মহাশয় যতই সংশয়ের আঙিনায়,গোপন ভাঙ্গনে যাক ডুবে
ভালো আছি শব্দের জানালা উন্মোচনে দ্বিধা করে কি?


তুমিও জানলে কুয়াশার ঘনঘটা নেই
যাক এ যাত্রায়ও সুফলা নদীর চর রয়েছে জেগে
ফিরে গেলে আপন সত্তার রঙমিলান্তি রাজপ্রাসাদে
যেথা বিরাজমান ভাঙচুরের গতিহীন হিমের পাহাড়
আমি কি আর করি বলো?
কথা রাখার রসায়ন বাতিটার মাঝে ডুব দিয়ে যাই
খুঁজে পাই আলোভরা বিশ্বাস,এক আকাশ অমূল্য সুখ কবিতার পৃথিবী।
---------------------------------------------
১৬/১০/২০২০-অবুঝ মন-