লজ্জা শরমের মাথা খেয়ে কে বা জানতে চায়
মন কাউকে দিয়েছো কি না?
ভাই রাস যদি বা ছড়ায়
নুন দিয়ে মেলে কি মুক্তির ঠিকানা?
কি জানি বাবু এতো কথা ঝরলো কি করে?
বারুদ নেই অথচ কাঠি ঠোকাঠুকি করে মরে।


কবিতার চারা যদি পুততেই হয়
শুধু মনে লাগা কথাকেই বেছে নিতে হবে
এ ধারণা হলো কি করে?
ভাবনার গভীরেতে ডুব দিলে মিলে যায় সুখ চন্দন
মন দিতে বলেছে বা কে?
ঐ দেখো চেয়ে ধীরে ধীরে নতুন সূর্য উঁকি দিচ্ছে আকাশে।
---------------------------------------------
৩০/৩/২০২০-অবুঝ মন-