তোমার আগুন ধরানো কথা শুনেও
আকাশের চাঁদ, রাতের তারারা কি নির্লিপ্ত
অথচ বিনিদ্র রজনী জেগে
ঘরের খাট পাহারাদারের মত
হলুদ পাতাটির দিকে চেয়ে ছিল
যদি কিছু করে বসে, সেই ভেবে।


রাত জাগা খেচর শ্রেণী--
মাঝে মাঝে ,জানালায় দিয়েছিল হানা
ওরা তো জানে না বিচিত্র শখের কথা
কিন্তু, ওদের প্রয়োজন ছিল মাংসের দলার
বিশ্বাস ছিল মিলবে কিছু না কিছু
ওরা ভুল করেনি, ফিরে গেছে বনমাঝে।


আমার বহুদিনের সাথী--
দেয়ালের বাহিরে মাথা তুলে যারা--
দাঁড়িয়ে আছে বাগিচাতে,ভাগ্যিস ঘুমিয়ে পড়েছিল
নইলে ওরাও, হয়তো লজ্জায় মাথা নুইয়ে নিত
সবাই বুঝল বুনো ফুলের সোঁদা গন্ধ
বুঝলো না শুধু মানুষ এখনো।
--------------------------------------------
১৩/৪/১৯