কত না অভ্যেস তবুও-
------------------------------------------
এই যে অভ্যেস আগলে রাখা
হতে পারে তা পুরোনো দিনের
বাঁশি শুনে আর কাজ নেই
প্রশ্নটা জাগতে পারতো না কি নিজের মনে?
অথচ সে পথে হাজিরা খাতায় নাম লিখিয়ে
আবারো আটকে গেলো জংধরা পিনে!


ছুটে এলো জলতরঙ্গ,ঝিলিমিলি কলতান
স্থান করে নিলো একেবারে বুকের বাঁ পাশে
সেই ক্ষণে প্রেম ছিলো কি?
সময় জানান দিলো এ ঢেউ দূর্বার
আরো কিছুক্ষণ চললো প্রশ্রয়
মন কেড়ে নিলো মনের ভিতর।


খুলে গেলো অতৃপ্তি মেটানোর সব দরজা
দৈনিক শেয়ার বাজার যেমনি হয়
পায়ে পায়ে একটু এগিয়ে যেতেই ধরা পড়ে ধস!
দপ্তরবিহীন ভূকম্পনের পাকাপাকি বন্দোবস্ত
কি করে বলি যে তোমাকে?
আমি না সেই কবে স্পর্ধা দিয়েছি বিকিয়ে!
-----------------------------------------
         -৫/১২/২০২১-অবুঝ মন-