চিহ্নিত আসনে ছিল অনেক বেদনার স্মৃতি
পেয়েছিলাম হারিয়ে যাওয়ার দুঃখ গীতি
অনুভবে হঠাৎ করে, লাগল পালে হাওয়া
শুরু হলো নতুন করে আবার চাওয়া পাওয়া।


সামনে মাঠ ,এ যেন এক বিষম লড়াই
পরিপাটি ভাবের দোলা করছে শুধু বড়াই
সহজিয়া সুখে হাতটি বাড়িয়ে মিশে গেল বালু চরে
এই আছে-এই নেই বারুদ গন্ধে শুধুই যুদ্ধ করে।


আগুন গলার তাপে আবার জমতে থাকে মেঘ
আকাশ ভরা ইচ্ছে গুলো হারিয়ে ফেলে আবেগ
ভালোবাসা-পরিচয় জীবন খুঁজে মরে
বিচিত্র রঙ-হীন, মন খারাপের সন্ধ্যা ঘরে।


জানি নেড়া বেলতলায় যায় একবার--
এ কথাতেই লুকিয়ে আছে নানা ভাবনার
তবুও, প্রেমময় হৃদয় ছুটে চলে নাটকের কিনারে
যন্ত্রণা খুঁজে নিতে,একবার নয়-বারে বারে।


জীবন সৈকতে, গুরুত্বের বীজ পোতা হয়ে গেছে কাল
তাই এসেছে এগিয়ে সামনে ছলনার নানান বেড়াজাল
যদিও ,পেয়েছি ভাবনায় মধু ভরা গুঞ্জন
কথার মালায় কুড়িয়ে নিয়েছি হরেক-রকম মণিকাঞ্চন।
------------------------------------
৩০/৫/১৯