ভুলের পসারা থাকে থাকে সাজানো
অনন্তকালের ঠিকানার জ্বালামুখে
বেদনা দগ্ধ স্রোত ভেসে যায়
মায়াবী আলেয়ার পিছে পিছে।


চক চক করে ভাস্বর ছবি
অতীতের ফেলে আসা হিসাবের খাতায়
অবাক চক্ষু ছানাবড়া হয়ে
পিসে যায় করাতের আগুনে।


এমনি করে রকমারি হাটে চলে খোঁজাখুঁজি
পরম সুন্দরের লালায়িত ছলকলা বাগানে
সবার শেষে তিন বিধাতা দেয় জুটিয়ে
যার যা আছে ললাটের লিখনে।
---------------------------------------------
কবিতাটি--অন্বেষা বইমেলা সংখ্যা-২০১৯-প্রকাশিত হয়েছে।