।।গোদের উপর বিষফোঁড়া।।
------------------------------
ধেয়ে এলো রোষানল
দাঁত হলো বেসামাল
শিং মাছে কাঁটা মারে
একেবারে গর্তের ভিতরে!


এনামেল গেছে ক্ষয়ে
আছি খুব ভয়ে ভয়ে
কোঁৎ কোঁৎ ঢোক গেলা
ভিতরে যে মাড়ি ফোলা।


বাহিরে অদৃশ্য মরণ
কি করি এখন?
চেপে চুপে থাকা দায়
চোখে ঘুম উড়ে যায়
কর্মের এ কি গুন-
বাজছে কঠিন ধুন!
---------------------------------
২৪/৪/২০২০-
--------------------------------
।।নীরব সাজা।।
--------------------------------
সবুজ ক্ষেতে আলো করে দাঁড়িয়ে কলাগাছ
হরেক রকম ঝুলছে কাঁদি রং-বেরঙের সাজ
মাচান তলে চেয়ে দেখি একটি গেছে ঝিমিয়ে
কোপের পরে দিতেই কোপ তেড়ে এলো গুনগুনিয়ে
সাত-সকালে খেতের পরে এই ছিল আজ কাজ
ভাবিনি যে লুকিয়ে আছে বিষাক্ত যমরাজ
হলুদ রঙা সারি সারি দেখিয়ে দিলো তাড়াতাড়ি
হুলের গুঁতোয় বুঝিয়ে দিলো যা না বাপু এবার বাড়ি
লক ডাউনে এমন সাজা কপালে কি ছিল?
যন্ত্রণারই হড়কা বানে কবি কেঁদে গেলো।
-----------------------------------
৩০/৪/২০২০-অবুঝ মন-