তোমার চোখের আলোয় পথ চলবো বলে--
অভিমান ভুলে কালের অবেলায়, ফোন করেছিলাম
তুমি ও সানন্দে সাড়া দিলে ডাকে----
আশার প্রদীপ জ্বালিয়ে,  হারানো নদীর বুকে।


সময় এলো, সেই চেনা পরিচিত সুরে--
তুমি জানতে চাইলে কি পরবো, বলে দাও
কথা রেখে রাঙা- লাল শাড়ি পরে এলে
সম্মুখে এগিয়ে কাছে ,দোলা চলে দুলে দুলে।


পাশাপাশি বসে মুখের দিকে তাকিয়ে
তোমার হাতটি ধরলাম দ্বিধা- দ্বন্দ্ব ভুলে--
সেই গন্ধ, বাস্তুভিটার মাটির মতো সেই সুর
যদিও বদলেছো খানিকটা, চেনা বয়সের রূপ।


কত কথা হলো জীবনের হারানো দিনের--
মনেতে রঙিন স্বপ্নিল জাল বুনে বুনে
হঠাৎ সেই পথ গেল মরুতে হারিয়ে
হৃদয়েতে দিয়ে নাড়া, কোথায় যে চলে গেলে!
-----------------------------------------------------------