সেই যে কথা হলো--নিভৃত গোপনে
বলেছিল ও, এখন আছে ট্রেনে--
সারারাত সেদিন গুনে-ছিলাম আকাশের তারা
ভেবে ছিলাম আজকে, হয়তো ওর থাকবেনা কোনো তাড়া
ভাবনা বয়ে গেল-ভাবনার-ই মতো--
কল্পনার আকাশে বোকা চাঁদের মতো--
তারপর, হাঁ বেজেছিল একবার দায়সারা রিং টোন
নিভেও, গিয়ে ছিলো সে আশার আলো---
যন্ত্রণার-নিদারুন পৃথিবীর বুকে--
তবুও, ক্লান্তির ছাপ সযত্নে লুকিয়ে রেখে
বার্তা প্রেরনের চেষ্টাতে খামতি ছিল না---
জানাও, নেই এর শেষ কোথায়
সেই থেকে আজ অবধি-তাই,ইচ্ছার আকাশে---
নতুন আলো আর জ্বললো না।
বোধহয় সরে গেছে- মায়ার চাদর-
শান্ত দিঘির জলে ফুটেছে আজ রক্ত পদ্ম।
---------------------------------------------
৭/৭/১৯