যাত্রা পথে আজ দেখা হলো--চেনা মানুষের সাথে,
যে চেনাটা ছিল হৃদয়ের আবেশে জড়ানো--বক্ষ ভিতরে অনেকটা রাজত্ব তার ছড়ানো।


মননে ছিল অনেক দিনের যাতায়াত--স্বপনে আমার আস্ত যে রোজ রাত,
এ মন জেনেছিল তন্দ্রাহরণী রূপে--গভীর ঘুমে এই স্বপনচারীকে চাইতাম কাছে পেতে।


সেই চেনা সঙ্গী দাঁড়িয়ে আজ রাস্তার পরে--ঝর ঝর করে ঝরছিল তখন বৃষ্টির বারিধারা অঝোরে,
মুখোমুখি হতে--মুচকি হেসে--
পাশাপাশি দুজনাতে--ছাতা মাথায় হাঁটলাম একসাথে।


দুজন দুজনাতে মুগ্ধ--সংযমী কথাতে ছিল যে বেশ আনন্দ।
হঠাৎ বৃষ্টি থামায়-কাজের তাড়নায়--
নিলাম দুজনাতে বিদায়।
যাওয়ার কালে--দূর থেকে হাত নেড়ে--
জানিয়ে দিলাম ভালোবাসি আজও তোমাকে।
------------------------------