বলবো না থাক---
আমতা আমতা করে
অনেকটা পথ ঘুরে
একদিন প্যান্ডোরার বাক্সটা দিলো খুলে!
সেই থেকে এ শহরের চশমাটা ঘোলা হয়ে গেলো।


তবুও ঝর্ণাটা খেলছিলো ঢেউ
এ বিষয়ে জানেও কেউ কেউ
এখন আবার রাতের নিশানায় বেঁধেছে গোল
ঘুন পোকারা জাঁকিয়ে বাজাচ্ছে ডুগডুগি আর খোল!
ফলস্বরূপ চুপ কথা বসিয়েছে থাবা,
আর জানালায় এসে ভিড় জমিয়েছে
মিশকালো ধূম্র মেঘের বিশাল চাঙড়!


তবু কেন জানি না--
মাঝে মাঝে অন্তরঙ্গের নিরক্ষরেখা হচ্ছে গরম?
হয়তো এটাই সেই বারুদের বিস্ফোরণ
ঝাঁঝে মরে যাওয়ার উর্বর আঁচ উষ্ণ প্রস্রবণ
শতাব্দী প্রাচীন আবেগের ঢেউ
বানিজ্যে বসত মেলা যৌনতার ময়ূর সিংহাসন
প্রেমের প্রাসাদ কি না---? মমতাজ জানে।
-------------------------------------------
৩/১/২০২১-অবুঝ মন-