মুস্কিল খাদান পাথরের চাদরের ভিড়ে
হারিয়ে যেতে বসেছিল বাৎসরিক
বিশ্বাস বর্ণমালার আদুরে ছোঁয়াচে ঢেউ
পাঁজর জুড়ে ফুট ছিল রক্তাক্ত কোকনদ
কয়েকটি দিনের অসহ্য বিষন্নতার
পাহাড় ঠেলে ক্রমশ প্রকাশ্য চেনা রোদ
কালো মেঘের দেয়ালের গায়ে চাপ চাপ
জলসাঘরের রঙিন ছোপ আসলো ফিরে
ঈশ্বরের মঙ্গল আলোক বাতি হয়ে
শুভ্র ভোরের মিষ্টি সোনালী পরশ দোলায়
রাম,লক্ষন ঝোলার দূতির বর্ণচ্ছটায়
প্রবাহিনী গঙ্গার সবুজ স্রোতের ধারায়।
--------------------------------
১২/১০/১৯