একটি দুপুর বেলার মাতাল গন্ধে--
কুড়িয়ে পেয়েছি পুরনো রোদ
সারাটি বেলা ভিজিয়েছি মন
যেন সেই হারিয়ে যাওয়া -রাতজাগা চেনা ভোর।


নেশাতুর হস্তির দল-যেমন দলবেঁধে ছোটে
মহুয়া ফলের মনমাতানো গন্ধে
হৃদয় পদ্ম উড়ে চলে, সুনীল আকাশ ছুঁয়ে
প্রেমের অমর-তীর্থে খুশির আনন্দে।


তৈরি হলো নতুন সূর্য--
সাঁঝবাতি জ্বলা ঘরে
মহার্ঘ মোড়কে উপহার সেজে ওঠে
প্রেয়সীর কোমল ইচ্ছার জোয়ারে।
---------------------------------
(মুসূরিকা রোগ - ইচ্ছা বসন্ত)-৩/৪/১৯