ফেরার সময়-টা জেনেছিলাম
ঠিকানা ও ছিল জানাশোনা
বিশ্বাসের পাতায় ছিল সিঁদুরে মেঘ
মনবীনা তাই দেয়নি সাড়া।
মেঘের পাহাড়ে সবেমাত্র পড়েছিল--
প্রভাতী ঝলমলে চেনা রোদ
তবুও,ঘোমটা নাচনে জেগেছিল ভয়
হারানো কথার মায়াভরা চেনা-অচেনায়।
চেতনার ভিড়ে স্পষ্ট বর্ণমালা--
দিয়ে ও ,ছিল  সাড়া স্বাধীনভাবে
সমাধানে বেরিয়ে পড়ে-সাবলিলতার ছোঁয়া
সাবধানে যাও ফিরে ঘরে--
বিশ্রামে যেন না পড়ে ভাটার টান
সময়ের রয়েছে যে অভাবি তাড়া।
------------------------------------------
১৫/৭/১৯