নন্দা দেবীর মন্দির প্রাঙ্গনে
দাঁড়িয়ে অপেক্ষারত,
সূর্য ডোবার প্রাকমুহুর্তে--
ধীরে ধীরে পাহাড়ের আড়ালেতে সোনালী প্রভা
পড়লো গিয়ে পঞ্চচুল্লির উপরে,
কৌতূহলী চোখে আনন্দের সীমা
পৌঁছে গেল একেবারে মনের গভীরে--
শত শত ক্যামেরার ফ্লাসে
বন্দী হল নানাভাবে -নানা রূপে,
যেন দ্রৌপদি রান্নায় ব্যস্ত--
একে একে পাঁচটি চুল্লির উপরে
হঠাৎ ,সোনালী আভা বদলে গেল
ধরা দিল অন্য রূপে,
মনে হল রূপালী চাদর বিছায়ে
মায়াবি মায়া ছড়িয়েছে দিকে দিকে--
বাস্তবে এমনতর রূপ দেখে মুগ্ধ নয়নে
নন্দা দেবিকে প্রণাম জানালাম মনে মনে।
-----------------------------------------