অনেক আশা জাগিয়ে তুলে
কেমন করে সরে গেলো!
মানুষ হয়ে এমন কর্মের
কেন এমন ভাবনা ছুঁলো?


ফেলে আসা দিন গুলি কি
ভুলে যাওয়া এতোই সোজা?
ভাবছো বসে বেশ হয়েছে
দেখো এবার কেমন মজা!


প্রয়োজনের বহর গুলি
সাজানো ছিল বেশ
প্রেমের তরী মাঝ আকাশে
হয় কি কখনো শেষ?


না না, কোথায় যেন --
হয়ে গেছে মস্ত একটা ভুল
বোঝার উপায় নেই যে কোন
আসলো ধেয়ে শুল।


পাথর হয়ে গেছে বুঝি
অহল্যার-ই মতো
ব্যবহার-ই মূল পরিচয়
হোকনা এটাই জীবন ব্রত।


সাফল্যের বার্তা পেয়ে
উঠলো জ্বলে আলো
না পাওয়ার-ই দেয়াল জুড়ে
ব্যথার ঝরা জুড়িয়ে গেলো


আশার ভেলা ভাসিয়ে দিয়ে
স্বপ্ন দেখি মনে মনে
মায়ার প্রদীপ জ্বালিয়ে রাখি
জীবন বীনার তারটি ছুঁয়ে।
---------------------------------
১/১১/১৯-অবুঝ মন-