খেয়াল নদীর উজান স্রোতে
মেঘবালিকা রামধনু সাজে
কাগজের ভেলায় চড়ে দেয় পাড়ি
অচিন দেশের অন্তঃপুরে।


যাওয়ার কালে মেঘেদের ঘাটে
পরিচয় হয় পঙ্খিরাজের সাথে
রূপকথা পরিদের মত ডানা মেলে
উচ্ছাসে ভেসে-সেযে কত খেলা খেলে।


হঠাৎ সেথা আসে চাঁদের বুড়ি
মেঘবালিকার হাত ধরে কত নুড়োনুড়ি
বলল যেওনা আমাকে ছেড়ে
অজানা- অচেনা অচিন অন্তঃপুরে।


শুনে এ কথা- মনেতে লাগলো ব্যথা
ভেলাকে দিল থামিয়ে- মেঘেদের ঘাটে
পঙ্খীরাজের পিঠেতে চড়ে -চাঁদের বুড়িকে নিয়ে
বৃষ্টির সাথী করে- পৌঁছে গেল নির্মল চাঁদের মাঠে।
----------------------------------