সারি সারি মেঘের ভেলা
কোথায় ভেসে যায়?
ছন্দ সুরের দোলায় দুলে
মাঝি বৈঠা বায়।


বিকেল বেলা সন্ধ্যা হলো
আঁধার উঠোন জুড়ে
ঝম-ঝমিয়ে বৃষ্টি এলো
আকাশ ফুঁড়ে ফুঁড়ে।


ফুরফুরে ঐ হাওয়ার দোলায়
দুলছে মাথা গুলো
জলের তোড়ে ভেসে গেলো
পথের বাঁকের ধুলো।


গুমোট স্রোতের ফতুর বসত
মিলিয়ে গেলো দূরে
আমেজ নেশা মনের দ্ধারে
গরম চুমুক মারে।
----------------------------------------
১১/৭/২০২০-অবুঝ মন-