এই শুনছো,ঘুমিয়ে পরলে নাকি?
না,বল-


যা জিজ্ঞাসা করবো,সত্যি বলবে তো?
কেন তোমার বিশ্বাস নেই আমার উপর?


করি তো চোখ বুজে
তাহলে এমন কথা?


ও কিছুনা,বলোতো আমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল?
এই কথা,তোমার মনে নেই-বাড়িতে-মানে তোমাদের বাড়িতে‌।


আমাকে দেখে তোমার কি মনে হয়েছিল?
সে কি বলবো-গোলাপ বাগানে তাকিয়ে দেখি একটি ফুল ফুটে আছে-মানেটা বুঝলে না তো-আরে ফুটন্ত গোলাপের মতো লাগছিল তোমাকে।


ধ্যাত তা আবার হয় নাকি?
হয় না মানে এই তিন সত্যি করে বলছি,সত্যি সত্যি,সত্যি‌।


আমার কি সব থেকে তোমার ভালো লেগেছিল বলতে পারো?
পারবো না কেন,চঞ্চলা হরিণী হলে কি হবে তোমার মনটা ভীষণই সুন্দর।


কচু পড়া,শুধু এই টুকু!
হ্যাঁ গো হ্যাঁ,এইটুকু নয় গো-এ যে সমগ্র আকাশ।


নাও আর ভনিতা করতে হবে না
বলতো আমার সাথে কাটানো তোমার স্পেসাল মোমেন্ট কোনটি?
এ তো খুবই সোজা-বদ্ধ ঘরে যখন কেউ নেই তখন শুধু তুমি আর আমি-কোজাগরী পূর্ণিমার অপেক্ষায়-গাংচিলের মতো ভেসে চলেছি স্বপ্নীল স্রোতে।


বেশ বেশ আর বলতে হবে না,শেষ একটি প্রশ্ন করবো আর-
বল বল আমার যে তর সইছে না গো।


বলতো দেখি-আমি তোমার কে?
এটা তুমি বলো,
"না না তুমি-
না তুমি-
তুমি"
তুমি আমার প্রথম প্রেম,ভালোবাসার নিভাঁজ ঢেউয়ের দোলা-আমার নীলা-আমার মেম সাহেব।


বলতো কি নামে ডাকবো তোমার?
যে নামে ডাকলে পরে পাখি গান গায়,বাসন্তীকা মাধুরী বিছায়-ঝিরিঝিরি বৃষ্টি ঝরে- প্রজাপতি মেলে ডানা-সেই নামে ডেকো গো আমায়-আমি যে তোমার মেমসাহেব গো,মেমসাহেব
শুধু তোমারই মেমসাহেব।
---------------------------------------------
২৯/৩/২০২০-অবুঝ মন-