মেঘের মধ্যে ডুবে
                                মোহময়ী রূপ ধারী।
সম্মুখে বন্দনায় রত
                                শত শহস্র নরনারী।।


রাতের আঁধার কেটে
                                 চারদিকে দেখা দিয়েছে আলোর সুষ্পষ্ট ছবি।
এরই মধ্যে শত শত চোখ তাকিয়ে আছে
                                কখন ছড়াবে যে আলো রবি।।


কারো বা হাতে দামী লেন্স-ক্যামেরা
                               আবার অনেকের হাতে রয়েছে মূল্যবান মোবাইল ফোন।
সবাই যে চায় মনের মতন করে
                                ফটো তুলে ভরাতে নিজ নিজ মন।।


হঠাৎ শুরু  কুয়াশা
                              তারই  সাথে ঝোড়ো হাওয়া।
রূপ সুন্দরী ঢেকে গেলো
                              ঘন মেঘের ভেলায়।।


অপেক্ষার প্রহর গনা শেষ
                               নিরবে ডুবে যায় অন্ধকার দেশে।
ক্লান্ত দেহে জনমানবের দল ঘরে ফেরে
                                 আলো আঁধারের স্মৃতি নিয়ে অবশেষে।।


কোন খানে কোথায় হারিয়ে গেল
                                        দূর পাহাড়ের কোন খাঁজে?
তবু ও যে মানুষের মন ছুটে চলে
                               সেথায় নীরবে মাঝে মাঝে।।
--------------------------------------