।।মন জানে।।
       ।।কলমে: নরেশ বৈদ্য।।
--------------------------------------------
প্রতিক্রিয়ায় কোনো দোষ দেখি না
সবটাই ধরে নেওয়া ভাবনার গালিচা বিশেষ
ব্যাকুল যমুনাও শুকিয়ে যায়
তার মানে এই নয় প্রবাহ হয়ে গেছে শেষ।


কমলকলি আবেগে অভিমান জমতেও পারে
তাতেও দোষের কিছু দেখি না
চেনা স্রোত মাঝে মাঝে--
অচেনা বাঁধে আটকে কি যায় না ?
তাই বলে নীরব মিছিলকে--
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেওয়া!একেবারে ঠিক না।


এই যে এতো এতো কথা চাপা পড়ে আছে-
মেঘেদের লুকোচুরি খেলায়
কজন বা জানে--
বুকের ভিতরে থাকে সবুজ বিস্তৃত তটের ঠিকানা?
চোখের সামনে যেটুকু ঘটে,
সেটুকুও যে সর্বদা ঠিকঠাক হয় না
তবুও ক্ষত বিক্ষত অলব্ধ সীমানা ঘৃণা স্তুপাকার করে কি?
জানি এই মনই জানে,কোনটা সত্যি আর কোনটা প্রবঞ্চনা।
-------------------------------------------
১২/১১/২০২০-অবুঝ মন-